Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিতের টেস্ট অধ্যায়ের সমাপ্তি!

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ০৯:১৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১১:৩৫

সিডনি টেস্টে বাদ রোহিত

সিডনি টেস্টের আগেই গুঞ্জন ছিল, এই টেস্টে একাদশে থাকছেন না তিনি। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের শেষ টেস্টে রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নেমেছেন বুমরাহ-কোহলিরা। এমন পরিস্থিতিতে সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী বলছেন, রোহিত খুব সম্ভবত মেলবোর্নেই নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন!

বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকেই রানে নেই রোহিত। নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচে ৫ ইনিংসে রোহিত করেছেন মাত্র ৩১ রান। শেষ টেস্টের আগে শোনা যাচ্ছিল, রোহিতকে সিডনি টেস্টে দলে রাখবে না ভারত। একই সাথে রোহিতের অবসর নেওয়ার ব্যাপারে তার সাথে আলাপ করবেন ভারতের কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগারকার।

বিজ্ঞাপন

সিডনিতে ভারতের অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন বুমরাহ। তখনই নিশ্চিত হওয়া যায় যে রোহিত দলে নেই। টসের সময় বুমরাহ জানিয়েছেন, দলের কথা ভেবে রোহিত নিজেই সরে দাঁড়িয়েছে।

রবি শাস্ত্রী বলছেন, বুমরাহর এই কথাতেই তিনি আঁচ করতে পারছেন রোহিতকে সাদা পোশাকে আর দেখা যাবে না, ‘টসে আমি জিজ্ঞাসা করার আগেই বুমরাহ ব্যাপারটা বলেছে। রোহিত নিজেই সরে দাঁড়িয়েছে। সে জানিয়েছে গিল একাদশে ঢুকলে দল শক্তিশালী হবে। যখন আপনি মানসিকভাবে একেবারেই শক্ত নন তখনই এমনটা হয়। আপনি রানও করতে পারছেন না, ভবিষ্যৎটাও পরিষ্কার না। তাও অধিনায়ক হিসেবে এটা সাহসী সিদ্ধান্ত।’

গাভাস্কার বলছেন, মেলবোর্নেই নিজের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত, ‘ভারত ফাইনালে উঠতে পারবে না। মেলবোর্নের টেস্টই তাই রোহিতের শেষ ম্যাচ হয়ে থাকবে। পরের চক্রের জন্য ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে যাত্রা শুরু করতে ভারত। নির্বাচকরা এমন সদস্যদেরই দলে চাইবেন যারা ২০২৭ সালের ফাইনালে খেলতে পারবে। তারা ফাইনালে উঠুক কিংবা না উঠুক, নির্বাচকরা এটাই ভাববে। এজন্যই আমার মনে হয় আমরা রোহিতকে শেষবারের মতো দেখে ফেলেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-ভারত সিরিজ রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর