Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলে বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনা বিজয়ী

স্পোর্টস ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১০:০২

চলে গেলেন অ্যাগনেস কেলেটি

তিনি যখন অলিম্পিকে সোনা জিতেছিলেন, এখনকার দিনের তো বটেই, আগের কয়েক প্রজন্মের অলিম্পিক পদক জয়ীদেরও জন্ম হয়নি! শতবর্ষী হাঙ্গেরিয়ান অলিম্পিক কিংবদন্তি অ্যাগনেস কেলেটি অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেলে। ১০৩ বছর বয়সে মৃত্যুবরণ করায় শেষ হলো অলিম্পিকের ইতিহাসের একটি অধ্যায়।

১৯২১ সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্ম নিয়েছিলেন কেলেটি। শৈশব থেকেই জিমন্যাস্টিকে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন। ১৯৪০ সালে প্রথমবার জেতেন হাঙ্গেরিয়ান চ্যাম্পিয়নশিপ। তবে সেই বছরই ইহুদি হওয়ার কারণে তাকে সকল খেলাধুলা থেকে নিষিদ্ধ করা হয়। ২য় বিশ্বযুদ্ধ শুরু হলে নাৎসি বাহিনী থেকে বাঁচতে নকল কাগজ তৈরি করে লুকিয়ে ছিলেন কেলেটি। তবে নাৎসি বাহিনীর ক্যাম্পে মারা যান তার বাবাসহ অনেক আত্মীয়।

বিজ্ঞাপন

যুদ্ধের পর আবার খেলায় ফেরেন কেলেটি। ১৯৫২ সালে হেলসিনকিতে জেতেন নিজের প্রথম অলিম্পিক সোনা। ১৯৫৬ সালে মেলবোর্নে সবচেয়ে বয়স্ক নারী অ্যাথলেট হিসেবে জিমন্যাস্টে সোনা জেতেন তিনি। সব মিলিয়ে ৫টি সোনাসহ ১০টি অলিম্পক পদক জয় করেই অবসরে যান কেলেটি। তিনি হাঙ্গেরির ইতিহাসের দ্বিতীয় সফলতম অ্যাথলেট।

অবসরের পর বিয়ে করে ইসরাইলে থিতু হয়েছিলেন কেলেটি। কিছুদিন ধরেই অসুস্থ থাকা কেলেটি বুদাপেস্টের সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী ৯ জানুয়ারি ১০৪ বছরে পা দিতেন তিনি।

সারাবাংলা/এফএম

অলিম্পিক অ্যাগনেস কেলেটি হাঙ্গেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর