আজ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা সমাবেশ
৩ জানুয়ারি ২০২৫ ১০:৪১ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩০
ঢাকা: আজ শুক্রবার (৩ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩ টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ,২৪ এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য সরকারের ও বিভিন্ন রাজনৈতিক দলের এবং জনগণের করণীয় দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এছাড়া দেশের গণতান্ত্রিক, প্রগতিশীল, বামপন্থী দল, সংগঠন ও ব্যক্তিবর্গের ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হবে।
সমাবেশ শেষে একটি লাল পতাকার মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। সমাবেশে বাম ধরার অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা উপস্থিত থাকবেন। সমাবেশ থেকে১৮ টি দাবি উত্থাপন করা হবে। দাবিগুলো হচ্ছে,
* অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কর।
* সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচন চাই।
* জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের দ্রুত বিচার কর। আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন কর।
* নিত্যপণ্যের দাম কমাও, বাজার সিন্ডিকেট ভাঙো, সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু কর।
* বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনো, খেলাপি ঋণ আদায় কর, দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও।
* মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, মন্দির-মাজারের ওপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও।
* সন্ত্রাস-নৈরাজ্য-বিশৃঙ্খলা-দখলদারিত্ব রোধ করে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত কর।
* বিশেষ ক্ষমতা আইনসহ সকল কালাকানুন বাতিল এবং সংবাদপত্র, বাক্ ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত কর।
* অনিয়ম-দুর্নীতি বন্ধ করে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান কর।
* বিদেশের সাথে সম্পাদিত চুক্তি উন্মুক্ত কর। দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল কর।
* জাতীয় নিম্নতম মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত কর। শ্রমিক হত্যার বিচার কর।
* কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত কর, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ কর। উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় গড়ে তোল। ক্ষেতমজুরদের সারা বছর কাজ দাও।
* পাটকল, চিনিকলসহ সকল বন্ধ কল-কারখানা চালু কর।
* সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত কর। দলীয়করণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ কর।
* সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধ এবং সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত কর।
* পার্বত্য চুক্তি বাস্তবায়ন কর। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত কর।
* সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়সহ ভারতের সাথে ঝুলে থাকা সমস্যার সমাধান কর।
* পতিত স্বৈরাচার, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিহত কর।
সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ