Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে গ্রেফতারের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১০:২৭ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩১

ইউন সুক ইওলকে গ্রেফতারে পৌঁছে গেছে দেশটির তদন্তকারীরা, তার পক্ষে থাকা সমর্থনকারীরা তার বাসভবনের সামনে জড়ো হন

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতারে তার বাসভবনে পৌঁছে গেছে দেশটির তদন্তকারীরা। ইউনের সমর্থনে থাকা জনতাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। অবশ্য প্রেসিডেন্টের নিরাপত্তা দল এই গ্রেফতার প্রক্রিয়ায় বাধা দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অভিশংসিত এই প্রেসিডেন্ট গত ডিসেম্বর মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে নজিরবিহীন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষ শুক্রবার তার কম্পাউন্ডে প্রবেশ করেছে। বাইরে বিক্ষোভকারীদের ভিড় এড়াতে পারলেও ভেতরে তারা প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়েছে।

অবশ্য এটা এখনও স্পষ্ট নয় যে- প্রেসিডেন্ট ইউন সুক ইওলের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) তার গ্রেফতার আটকানোর চেষ্টা করবে কিনা।

মূলত এর আগে ইউনের অফিস এবং অফিসিয়াল বাসভবনে অনুসন্ধান পরোয়ানা দিয়ে তদন্তকারীদের প্রবেশে বাধা দিয়েছিল পিএসএস।

 

সারাবাংলা/এসডব্লিউ

দক্ষিণ কোরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর