Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪-এ ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১৪:০৯ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৪

২০২৫ সালের ২ জানুয়ারি এল হিয়েরো থেকে অভিবাসী উদ্ধার। ছবি: সংগৃহীত

২০২৪ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে অভিবাসনের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্রাণঘাতী আটলান্টিক রুট পেরিয়ে মোট ৬৩ হাজার ৯৭০ জন মানুষ অবৈধভাবে দ্বীপপুঞ্জে পৌঁছেছেন যা বিগত বছরগুলোর রেকর্ড ভেঙেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে। ২০২৩ সালে স্পেনের অভিবাসন গ্রহণের সংখ্যা ছিল ৫৬ হাজার ৮৫২।

এশিয়া,ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী ভূমধ্যসাগর সাগর অঞ্চলে কড়াকড়ি বাড়ায় পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে ঝুঁকিপূর্ণ যাত্রার প্রবণতা বাড়ছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সমগ্র ইউরোপে অনিয়মিত প্রবেশ ৪০ শতাংশ কমলেও আটলান্টিক রুটে এই হার ১৯ শতাংশ বেড়েছে। অভিবাসীদের মধ্যে মালি, সেনেগাল ও মরক্কো দেশগুলোর মানুষের সংখ্যা প্রধান।

ডিসেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বরেই বার্ষিক সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনের রেকর্ড ভেঙে যায়। ২০২৩ সালে দ্বীপপুঞ্জে ৩৯ হাজার ৯১০ জন অভিবাসী পৌঁছেছিল। ২০০৬ সালে আগের রেকর্ডের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ২০২৪ সালে সমগ্র স্পেনে অভিবাসীর সংখ্যা ছিল ৬৪ হাজার ২৯৮ জন, যা ২০১৮ সালের সংখ্যার চেয়ে কিছুটা কম।

এনজিও কামিনান্ডো ফ্রন্টেরাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত স্পেনে পৌঁছানোর চেষ্টায় অন্তত ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, এই মৃত্যু হার ২০২৩ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি এবং ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ। মৃত্যুর প্রধান কারণ হিসেবে সংস্থাটি নিম্নমানের নৌকা, বিপজ্জনক জলপথ, এবং উদ্ধারকর্মীদের পর্যাপ্ত সরঞ্জামের অভাবকে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ক্যানারি দ্বীপপুঞ্জ আটলান্টিক মহাসাগরের ম্যাকারোনেসিয়ায় অবস্থিত একটি স্পেনীয় স্বায়ত্তশাসিত সম্প্রদায় ও দ্বীপপুঞ্জ। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই দ্বীপপুঞ্জ। কানারি দ্বীপপুঞ্জ চারটি মহাদেশ আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মধ্যে সংযোগ হিসাবে পরিচিত।

সারাবাংলা/এনজে

অভিবাসন ক্যানারি দ্বীপপুঞ্জ রেকর্ড

বিজ্ঞাপন

বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

আরো

সম্পর্কিত খবর