রাজধানীতে ‘নিউ ইয়ার, নিউ মিশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন
৩ জানুয়ারি ২০২৫ ২১:৫২ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ২১:৫৫
ঢাকা: রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘নিউ ইয়ার, নিউ মিশন’ শিরোনামে একটি আন্তর্জাতিক সম্মেলন। সারা দেশ থেকে আগত বিপুল সংখ্যক উদ্যোক্তাদের উপস্থিতিতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি সম্মেলন কেন্দ্রে এ আয়োজন করা হয়েছিল।
সম্মেলনে ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট সম্পর্কে মাইন্ড ট্রেনিং করান ‘সাবিত ইন্টারন্যাশনাল’ এর পরিচালক সাবিত রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কা ক্লক টাওয়ারের প্রধান নির্বাহী (সিইও) ড. সালেহ আল হাবিব। সম্মেলনে তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসার নতুন সুযোগ তৈরিসহ নানাবিধ বিষয়ে বক্তব্য রাখেন।
আয়োজক সাবিত ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মাইন্ডসেট, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নতুন দিকনির্দেশনা প্রদানে তাদের এমন আয়োজন। পাশাপাশি সম্মেলনে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সমস্যার সমাধান ও সৌদি আরবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ করছেন, নতুন উদ্যোগ শুরু করতে চান, কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সম্মেলনটি একটি অনন্য সুযোগ ছিল।
দুই হাজারের বেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীসহ সম্মেলনে অংশ নিতে অনলাইনে ১০ হাজারের বেশি উদ্যোক্তা নিবন্ধন করেছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এইচআই