শ্রমিকনেতা ও সিপিবির উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী আর নেই
৩ জানুয়ারি ২০২৫ ২২:১২
ঢাকা: শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তিনি বিলস উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ শরীর নিয়ে ২০২০ সাল থেকে পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও সামলেছেন দীর্ঘদিন।
এ ছাড়া ১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন শহীদুল্লাহ চৌধুরী। এরপর অর্ধশতকের বেশি সময় ধরে শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। দেশের প্রতিটি গণ-আন্দোলনে শ্রমিক-জনতার নেতা হিসেবে ভূমিকা রেখেছেন।
এ নেতার মৃত্যুতে বিলস নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে। সংগঠনটির নেতারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সিপিবি জানিয়েছে, আগামীকাল শনিবার সকাল নয়টায় নয়াপল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সহিদুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর শোক র্যালিসহকারে মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে। সেখানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানো হবে।
সারাবাংলা/ইএইচটি/এইচআই