Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২৩:৩০ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৩:১৫

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন হায়দার

চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাঙারচর এলাকা থেকে কর্ণফুলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গ্রেফতার নাজিম উদ্দিন হায়দার কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। একইসঙ্গে তিনি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করছিলেন। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গতবছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নাজিম আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ৪ আগস্ট নগরীর নিউমার্কেট মোড়ে ছাত্র-জনতার সমাবেশে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে মামলা আছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ সারাবাংলাকে বলেন, ‘নিউমার্কেট মোড়ে হামলায় নাজিম উদ্দিনের নেতৃত্ব দেওয়ার ছবি ও ভিডিও আমাদের কাছে আছে। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে এ সংক্রান্ত মামলা আছে। আমাদের থানায় তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ নেতা গ্রেফতার ছাত্র-জনতা টপ নিউজ মামলা হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর