Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ান বাজার থেকে ছিনতাকারী-চাঁদাবাজ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ২৩:৫১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫০

কারওয়ান বাজার থেকে গ্রেফতার ছিনতাইকারীর সাইদুল ও চাঁদাবাজ রাসেল

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার থেকে এক ছিনতাইকারী ও এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে তেজগাঁওয়ের ফুটওভারব্রিজের নিচ থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন ভোরে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে এক চাঁদাবাজকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতার ছিনতাইকারীর নাম ইসলাম সাইদুল (২৩)। সে একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার নামে ১১টি মামলা রয়েছে। অন্যদিকে, গ্রেফতার চাঁদাবাজের নাম রাসেল জমাদ্দার রাসেল (৩৫)।

বিজ্ঞাপন

তেজগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতার ইসলাম সাইদুল কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় ছিনতাই করে ও বিভিন্ন অবৈধ মাদক বিক্রি করে থাকে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানার একটি টিম। সাইদুলের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া সে দুটি মামলার পরোয়ানা (ওয়ারেন্ট) ভুক্ত আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানায়, গ্রেফতার রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে তেজগাঁও ও আশেপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালানা করতো। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানার একটি টিম। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গ্রেফতার রাসেল জমাদ্দারের নামে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরক দ্রব্য আইনে মোট চারটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

কারওয়ান বাজার গ্রেফতার চাঁদাবাজ থেকে ছিনতাকারী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর