Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয় জয়ে লা লিগার শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১১:৪৮

অন্তিম মুহূর্তের গোলে জয় পেয়েছে রিয়াল

এক ম্যাচে যত নাটক হওয়া সম্ভব, সবকিছুই হয়েছে এই ম্যাচে। শুরুতে পিছিয়ে পড়া, জুড বেলিংহামের পেনাল্টি মিস, ভিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড; ভ্যালেন্সিয়ার বিপক্ষে যেন সবকিছুই দেখেছে রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত এক ফিরে আসায় জয় পেয়েছে তারাই। অন্তিম মুহূর্তে লুকা মদ্রিচ ও জুড বেলিংহামের গোলে ভ্যালেন্সিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল।

ভ্যালেন্সিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে লড়াই। শুরুতেই গোলের সুযোগ নষ্ট করেছেন ভালভার্দে। এরপর টানা কয়েকটি আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া। প্রতিবারই তাদের হতাশ করেছেন রিয়াল কিপার থিবু কোর্তোয়া।

বিজ্ঞাপন

অবশেষে ২৭ মিনিটের মাথায় ডেডলক ভাঙে ভ্যালেন্সিয়া। গেররার শট ঠেকিয়ে দিয়েছিলেন কোর্তোয়া। তবে ফিরে আসা বল পায়ে পান দুরো। পোস্টের সামনে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। হাফ টাইমের আগে ভালভার্দে ও ভিনিসিয়াস গোল মিস করলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

৫২ মিনিটে বক্সের ভেতর এমবাপেকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে অবশ্য গোল করে সমতা ফেরাতে পারেননি বেলিংহাম। ৫৮ মিনিটে এমবাপে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ৭৯ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। ভ্যালেন্সিয়া কিপারকে ধাক্কা দেওয়ায় ভিএআরের সাহায্য নিয়ে ভিনিকে লাল কাদ দেখান রেফারি। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিলে ভিনি।

৮৫ মিনিটে অবশেষে রিয়ালের মুখে হাসি ফোটে। বদলি হিসেবে নামা লুকা মদ্রিচ গোল করে ম্যাচে সমতা ফেরান। ৯৫ মিনিটের মাথায় বেলিংহামের গোলে অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করে রিয়াল। ম্যাচের শেষ শটে সমতা ফেরাতে পারত ভ্যালেন্সিয়া। লুইস রিয়োহার শট পোস্টে লেগে ফিরে এলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

বিজ্ঞাপন

এই জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো রিয়াল। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এফএম

জুড বেলিংহাম ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর