ভিডিও রেফারির সিদ্ধান্তে বিশ্বকাপে প্রথম পেনাল্টি
১৬ জুন ২০১৮ ১৭:৩৬
।সারাবাংলা ডেস্ক।
নতুন চালু হওয়া ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে বিশ্বকাপে প্রথম পেনাল্টি গোল পেয়েছে ফ্রান্স। ম্যাচের ৫৪ মিনিটে অস্ট্রেলিয়ার রিডসন ফাউল করেন ফ্রান্সের এন্টনিও গ্রিজম্যানকে। ভিডিও রেফারির মাধ্যমে পেনাল্টি পেয়ে গোল করেন গ্রিজম্যানই।
মাঠের রেফারি ছাড়াও এবার রাশিয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচে চারজন ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি আছেন। মূলত চারটি বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন তারা৷ রাশিয়ার মস্কোতে স্থাপিত একটি কেন্দ্রে এই রেফারিরা আছেন৷ সেখান থেকেই মাঠের রেফারির সঙ্গে যোগাযোগ করছেন তারা৷ মাঠের রেফারি চাইলে সাইডলাইনে গিয়ে ভিডিওর রিপ্লেও দেখতে পারবেন৷ আর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদেরও বড় স্ক্রিনে ভিডিও রেফারির সিদ্ধান্ত জানানোর ব্যবস্থা থাকবে৷
যে চারটি বিষয়ে ভিএআররা সিদ্ধান্ত দিচ্ছেন সেগুলো হচ্ছে, গোল এবং গোল হওয়ার আগ মুহূর্তের বিষয়াদি, পেনাল্টির সিদ্ধান্ত, সরাসরি লাল কার্ড এবং ভুল বলে বিবেচিত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত৷
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আগেই ঘোষণা করেছিল, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পদ্ধতির ব্যবহার করা হবে। মূলত গোল, পেনাল্টি, ফাউল এবং কে ফাউল করেছে, সেটা সঠিকভাবে খুঁজে বের করার জন্য এই পদ্ধতির ব্যবহার করা হবে ফুটবল মাঠে। এই পদ্ধতি ব্যবহার করে রেফারি লাল কার্ড দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন।
ফিফা জানিয়েছে, ফুটবল মাঠে প্রায়ই রেফারি ভুল সিদ্ধান্ত দেন। কিংবা অনেক ফাউলের ঘটনা রেফারির দৃষ্টি এড়িয়ে যায়, যার প্রভাব পড়ে খেলার ফলাফলের ওপর। এসব দিক বিবেচনা করে বিশ্বকাপের মতো বড় আসরে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ভিডিওর সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিছু কিছু টুর্নামেন্টে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতির ব্যবহার করে সুফল পাওয়া গেছে। গত বছর অনুষ্ঠিত কনফেডারেশন কাপেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পদ্ধতির সাহায্য নেওয়া হয়েছিল।
এছাড়া চলতি বিশ্বকাপে অফসাইডের সিদ্ধান্ত নির্ভুল করার জন্য এবারের বিশ্বকাপে দুটি অতিরিক্ত ক্যামেরার ব্যবস্থা করেছে ফিফা৷ ফলে একটি ম্যাচ সম্প্রচারের জন্য এবার এই দু’টিসহ মোট ৩৫টি ক্যামেরা ব্যবহার করা হবে৷
সারাবাংলা/ এসবি