অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত
৪ জানুয়ারি ২০২৫ ০৯:৪৬
সিডনি টেস্টের আগে থেকেই শোনা যাচ্ছিল গুঞ্জনটা। রোহিত শর্মাকে ছাড়াই যখন সিরিজের শেষ টেস্ট খেলতে নামল ভারত, তখন অনেকেই বলেছিলেন, রোহিতের টেস্ট ক্যারিয়ারের হয়তো এখানেই সমাপ্তি। তবে এত আলোচনার মাঝেও এতদিন চুপ ছিলেন ভারতীয় অধিনায়ক। অবশেষে মুখ খুললেন রোহিত। অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে রোহিত বলছেন, দলের জন্যই সরে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এই মুহূর্তে অবসর নেওয়ার কোনো ইচ্ছা নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন রোহিত।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই চলছিল রোহিতের রানখরা। নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ ছিল তার ব্যাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজেও বাজে ফর্ম অব্যাহত রয়েছেন রোহিতের। ৫ ইনিংসে মাত্র ৩১ রান করা রোহিত শেষ টেস্ট খেলবেন কিনা, সেটা নিয়ে আলোচনা চলছিল চতুর্থ টেস্টের পর থেকেই। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে শুভমান গিলকে রেখেই একাদশ ঘোষণা করেছে ভারত। এই ঘটনার পর সাবেক ভারতীয় ক্রিকেটারদের অনেকেই বলছিলেন, টেস্ট ক্রিকেটে হয়তো রোহিতের শেষটা দেখে ফেলেছেন সবাই।
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলছেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি, ‘এটা অবসরের সিদ্ধান্ত না। আমি এখনই খেলা থেকে সরে যাচ্ছি না। আমি নিজেই সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছি কারণ আমার ব্যাটে রান নেই। আগামী কয়েক মাসেও যে রান আসবে সেটারও নিশ্চয়তা নেই। ক্রিকেটে প্রতি মুহূর্তেই পরিস্থিতি পালটে যেতে পারে। আমি রানে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে একই সাথে বাস্তবতাও বুঝতে হবে। মানুষ কী লিখল সেটার উপরে আমার অবসর নির্ভর করছে না। তারা কেউই আমার অবসরের সিদ্ধান্তটা নিতে পারবে না। আমি জানি আমার জীবনে কখন কী করতে হবে।’
সারাবাংলা/এফএম