Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকাল ১০টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ঢাকার সড়ক, গাড়িতে জ্বলেছে হেডলাইট

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১০:০৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১০:২৫

শীতের প্রকোপে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ছবি: সারাবাংলা

ঢাকা: শুক্রবারের মতো শনিবারের (৪ জানুয়ারি) সকালেও রাজধানীর বিভিন্ন সড়ক ছিল কুয়াশায় ঢাকা। সকাল ৯টা পার হলেও মেলেনি সূর্যের দেখা। কুয়াশার কারণে সকালে গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শীতের তীব্রতা আগামী দুইদিনে আরও বাড়তে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে।

শনিবার (৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

বিজ্ঞাপন

আর রোববারের (৫ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এদিনও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
তবে এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ ড. মুহম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারনে মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের কোথাও কোথাও হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আবহাওয়া ঢাকা

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর