Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১১:৪২ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫০

মিয়ানমারের জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। ছবি : রয়টার্স

মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১৮০ জন বিদেশিসহ মোট ৫ হাজার ৮৬৪ জন বন্দিকে মুক্তি দেবে দেশটির সামরিক বাহিনী।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে।

জান্তা সরকার অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সহিংসভাবে দমন করতে শুরু করলে এই দেশজুড়ে সশস্ত্র এক বিদ্রোহ ছড়িয়ে পড়ে।

এই বছর নির্বাচন করবেন জান্তা সরকার। তবে বিরোধী দলগুলো এই পরিকল্পনাকে প্রতারণা বলে ব্যাপকভাবে নিন্দা প্রকাশ করেছে।

সামরিক জান্তার হাতে বন্দিদের মধ্যে এখনো দেশটির সাবেক নেত্রী অং সান সু চিও রয়েছেন।

৭৯ বছর বয়সী এই নেত্রী নির্বাচনে জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতির দায়ে ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

সারাবাংলা/এসডব্লিউ

কারামুক্তি জান্তা সরকার মিয়ানমার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর