‘যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নাই’
৪ জানুয়ারি ২০২৫ ১৩:৫১ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫২
ঢাকা: হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক বলেছেন, ‘সাদপন্থিরা নিরীহ মুসল্লীদের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়েছে। নিহত করেছে তিনজনকে। আহত করেছে শতাদিক লোককে। যাদের হাত রক্তে রঞ্জিত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই।’
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মামুনুল জক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘হত্যাকারীদের আগে বিচার করতে হবে তারপর ইজতেমা নিয়ে আলোচনা হবে। বিচারের আগে কোনো আলোচনা নয়, এমনকি কোনো ইজতেমা নয়।’
আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা পূর্ব ঘোষণা অনুয়ায়ী চলবে। আর দ্বিতীয় পর্বের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কারন যারা হত্যাকারী, যাদের হাত রক্তে রঞ্জিত, যাদের হাত লাল তারা কিভাবে ইজতেমা করবে। রক্তের ওপর দাড়িয়ে কি ইজতেমা হয়? এটা হতে পারে না। বিচারের আগে ইজতেমা নয়। কোন আলোচনাও নয়।
মামুনুল হক বলেন, ২০১৮ সালে আরও একবার সাদপন্থীরা নিরীহ মুসল্লীদের ওপর হামলা করেছিল। ওই হামলায় হাজার তাবলীগের মুসল্লীরা আহত হয়েছিল। ওই হামলার বিচার যদি করা হতো তাহলে ২৪ এ এসে পুনরায় হামলা করার সাহস পাইতো না। ওই হামলার বিচার না হওয়াতেই মুলত ২০২৪ সালে হামলা করার সাহস পেয়েছে। তাই এবার হামলাকারীদের এমন বিচার করতে হবে যাতে ভবিষ্যতে আর কোন হামলা চালাতে না পারে। এজন্য বিচার হওয়া একান্ত জরুরী। সাদপন্থীদের নিষিদ্ধ করতে হবে। আর সেই দাবিতেই মুলত আজকের এই সংবাদ সম্মেলন।
হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি হচ্ছে পুরনো দাবি। এই দাবি মন্ত্রণালয়ের বৈঠকেও আমি করে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে জানান হেফাজত নেতা মামুনুল হক।
আরেক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, আমাদের দেশের মুসলমানরা এক কিন্তু ভারতের একটি বিতর্কিত সিদ্ধান্তের কারনে তাবলীগ জামাত দুইভাবে বিভক্ত হয়েছে। অন্য অংশের ভাইদের বলবো আপনারা ভারতের সিন্ধান্তের বাইরে চলে আসুন। সাদ ভারতে কি করছে কি পরামর্শ দিচ্ছে তা বাদ দিয়ে এক পতাকাতলে আসুন তাহলেই সব সমস্যা সমাধান।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদ সম্মেলনে কোন রাজনৈতিক দল আসেনি। ইজতেমা ও তাবলীগ জামাত নিযে উদ্ভুত পরিস্থিতিতে দেশের আলেম সমাজ এগিয়ে এসেছে। নেতৃত্ব দিচ্ছে। হেফাজতে ইসলাম এখানে এসেছে। হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়।
সারাবাংলা/ইউজে/এমপি