Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশা ছাপিয়ে রোদের দেখা পেল রাজধানী, সপ্তাহ শেষে বৃষ্টির আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৬:১৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২০:১০

দেখা মিলেছে সূর্যের, কুয়াশা কেটেছে। ছবি: সারাবাংলা

ঢাকা: যেখানে হেমন্তে শীতে কাঁপছিল গ্রামাঞ্চল, তখনো শীতের নাম ছিলোনা শহুরেদের কাছে। কিন্তু নতুন বছরের শুরু থেকে বেশ শীত অনুভূত হচ্ছে রাজধানীতে। সেই সঙ্গে দেখা মিলেছে ঘন কুয়াশার। কুয়াশার কারনে গত দুইদিন সড়কগুলোতে গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। তবে শনিবার (৪ জানুয়ারি) দুপুর গড়াতেই দেখা গেলো সূর্যের হাসি।

এদিকে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহ শেষে শীতের তীব্রতার মধ্যে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস।

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

কুয়াশার চাঁদর ভেদ করে দেখা মিলেছে সূর্যের। ছবি: সারাবাংলা

এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

এদিন দেশের পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, বগুড়া,নওগা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়েও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এ পরিস্থিতি থাকতে পারে রোববার (৫ জানুয়ারি) এদিনও মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন

ওইদিনও সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পরে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীত অনুভূত হতে পারে। সোমবারও (৬ জানুয়ারি) এই পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এই তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় অবস্থা বলছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে তিনদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষে উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

দুদিন পর দেখা মিলল সূর্যের। ছবি: সারাবাংলা

এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে দু-একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যত্র তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের অনুভূতি বাড়বে।

সারাবাংলা/জেআর/এমপি

কুয়াশার তীব্রতা শীতকাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর