ময়মনসিংহে ইউপি সদস্যের ৪ হত্যাকারী গ্রেফতার
৪ জানুয়ারি ২০২৫ ১৭:১৮
ময়মনসিংহ: ময়মনসিংহে ইউপি সদস্য হত্যার অভিযোগে অপহরণকারী চক্রের চারজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহের পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
অপরহরণকারী চক্রের এক সদস্যের বিকাশের নাম্বারের সূত্র ধরে ইউপি সদস্যের হত্যাকারী চার সদস্যকে গ্রেফতারে সক্ষম হয়েছে ময়মনসিংহের পিবিআই।
নিহত ইউপি সদস্য আরিফুর রহমান (৪৬) লক্ষীপুরের রায়পুরের কোরোয়া ইউনিয়নের ইউপিসদস্য ছিলেন। ঢাকা থেকে গত ৩১ ডিসেম্বর ইউপি সদস্য আরিফুর রহমান অপহৃত হন। পরে অপহরন চক্রের হাতে খুন হন তিনি। পরদিন তার লাশ ময়মনসিংহের তারাকান্দা থানা এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ময়মনসিংহের দাপুনিয়া খেজুরতলা এলাকা থেকে অপহরন ও হত্যাকারী চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মাদারীপুরের আশিকুর রহমান (৩৫), রংপুরের পরশ চৌধুরী শ্রাবণ (২৯), ময়মনসিংহের রাহাত হোসেন তন্ময় (২৫) ও এহতেশামুল হক নিশাত (২৫)।
শুক্রবার (৩ জানুয়ারি) এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতাররা নিহত আরিফুর রহমানের তথ্য সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে এবং নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দেয়। এরপর আরিফুর রহমানকে ঢাকার মিরপুর এলাকা থেকে জিম্মি করে ৩১ ডিসেম্বর একটি মাইক্রোবাসে করে তাকে ময়মনসিংহের দিকে নিয়ে আসতে থাকে। অপরহারণকারীরা এ সময় টাকা চেয়ে আরিফুরের পরিবারের সাথে যোগাযোগ করে এবং বিকাশ নাম্বার হিসেবে অপহরনকারী আশিকের নাম্বার দেয়। গাজীপুর এলাকার যানজটে মাইক্রেবাসটি কিছুক্ষণ আটকে থাকলে ঐ সময় অপহারণকারীদের সাথে আরিফুর রহমানের ধ্বস্তাধস্তি হয় এবং অপহরণকারীদের মারধরে আরিফুর রহমানের মৃত্যু হয়। এরপর মাইক্রোবাসটি ময়মনসিংহের দিকে নিয়ে অপহরণকারীরা আরিফুর রহমানের লাশটি তারাকান্দা এলাকায় সড়কের পাশে ফেলে রাখে।
তারাকান্দা থানা পুলিশের মাধ্যমে পিবিআই বিষয়টি জানতে পেরে ডিজিটাল ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লাশটির পরিচয় শনাক্ত করে। এরপর নিহতের স্ত্রী ময়মনসিংহের তারাকান্দা থানায় এসে একটি হত্যা মামলা করলে পিবিআই মামলাটি গ্রহণ করে। পিবিআই ১ দিনের তদন্তে অপহরণকারী ও হত্যাকারী চক্রের ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সারাবাংলা/এনজে