নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৯:০১
৪ জানুয়ারি ২০২৫ ১৯:০১
বগুড়া: জেলার নন্দীগ্রামে রওশন আরা (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মালয়েশিয়া প্রবাসী আলেফ আলীর স্ত্রী।
শনিবার (৪ ডিসেম্বর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, তিনি রাতে নিজ বাসায় ঘুমাতে গেছিলেন। সকালে এক প্রতিবেশি তার বাসায় গিয়ে দেখে রওশন আরার মরদেহ রক্তাক্ত জখম অবস্থায় ঘরের বারান্দায় পড়ে আছে। ঘটনাটি স্থানীয় লোকজনকে জানায়। পরে
স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ‘বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল‘ মর্গে পাঠিয়েছে। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
সারাবাংলা/এইচআই