Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ৩ নির্বাচনে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার: প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২২:৪৫

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ড. রূপা হক যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন

ঢাকা: বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি ড. রূপা হককে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি ও ভুয়া স্পিকার। দেশের জনগণ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে। তাদের কণ্ঠ জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) রূপা হক রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ সব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় রূপা হক আগামী নির্বাচনের আনুমানিক সময়সূচি, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তখন অধ্যাপক ইউনূস বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মধ্যভাগ।’

বিজ্ঞাপন

রূপা হক আগামী সাধারণ নির্বাচনের অস্থায়ী তারিখ, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দেখে সত্যিই আমি উৎসাহিত।’ আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জনগণকে কী কারণে দমন করা হয়েছিল রূপা হকের কাছে সে ব্যাখ্যা দেন অধ্যাপক ইউনূস। এ সময় ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

এর আগে রূপা হক একটি ইউকে ব্যাবসায়িক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, যেখানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি, বিআইডিএ চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদের সঙ্গে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

গত ৩ নির্বাচন টপ নিউজ প্রধান উপদেষ্টা ভুয়া এমপি ভুয়া সংসদ ভুয়া স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর