Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ১৯:৫৪

শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ডিসি পার্কে তৃতীয়বারের মতো শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। ১৩৬ প্রজাতির লাখো ফুলের গাছ দিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ডিসি পার্কে ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। চট্টগ্রাম জেলা প্রশাসন এ উৎসবের আয়োজক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ ফুল উৎসব চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্ক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এবার উৎসবে প্রবেশের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। টিকিট পার্ক কাউন্টার থেকে কেনার পাশাপাশি অনলাইনে সংগ্রহের ব্যবস্থাও রাখা হয়েছে। শহরের টাইগার পাস থেকে ডিসি পার্কে যাতায়াতের জন্য পর্যটক বাস ও শাটল বাস পরিষেবা চালু থাকবে।

মাসব্যাপী এবারের ফুল উৎসবে থাকছে বিভিন্ন রকম আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম থাকছে এবারের ফুল উৎসবে।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ফরিদা খানম সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম।

২০২৩ সালে সীতাকুণ্ড উপজেলার উত্তর ছলিমপুর মৌজায় দখলদার উচ্ছেদ করে ১৯৪ একর খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসন। এরপর সেখানে গড়ে তোলা হয় ‘ডিসি পার্ক’। উচ্ছেদের এক মাসের মাথায় প্রথমবারের মতো সাত দিনব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছিল জেলা প্রশাসন। এতে ব্যাপক সাড়া পেয়ে পরেরবছরও একই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এমপি

ফুল উৎসব মন্ত্রীপরিষদ সচিব শেখ আবদুর রশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর