স্বার্থ বিসর্জন দিতে পারলেই দেশকে রক্ষা করা যাবে: ড. মঈন খান
৪ জানুয়ারি ২০২৫ ২০:০৮ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৫ ২০:১১
বাগেরহাট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যারা নিজের স্বার্থ বিসর্জন দিতে পারে তারাই দেশকে রক্ষা করতে পারে। স্বার্থ বিসর্জন দিতে পারলেই দেশকে রক্ষা করা যাবে। ছাত্ররা জীবন দিয়েছিল। এই তরুণ প্রজন্মই কিন্তু এ দেশের ভবিষ্যৎ, এটা মেনে নিতে হবে।
শনিবার (০৪ জানুয়ারি) বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘এ ছাত্ররা সেদিন অন্যায়ের প্রতিবাদে শ্রেণিকক্ষ ছেড়ে আন্দোলন সংগ্রামে রাজপথে নেমেছিল এবং ৫ আগস্ট যুদ্ধে তাদের বিজয় হয়। এখন তাদেরকে ক্লাসে ফিরে গিয়ে অসম্পূর্ণ শিক্ষা সম্পূর্ণ করতে হবে।’
তিনি আরও বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে। ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও কোকো ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোর্শেদ হাসান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক আকরাম হোসেন তালিম, কেন্দ্রীয় তাতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে উপজেলার ১৬টি ইউনিয়নসহ পৌরসভার প্রত্যন্ত গ্রাম থেকে দলের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
সারাবাংলা/এইচআই
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ড. মঈন খান বাগেরহাট বিএনপির স্থায়ী কমিটি