নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায়: আবদুস সালাম
৪ জানুয়ারি ২০২৫ ২১:৫২ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১০:২৫
ঢাকা: ‘নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায়’— এমনটিই মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
শনিবার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুস সালাম বলেন, ‘‘শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন দেন নাই। নির্বাচন নিয়ে এখনও অনেকেই ষড়যন্ত্র করছে। তারা জানে, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে। আর এই জন্যই নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে। তবে, নির্বাচন ডিসেম্বরে দেন, জানুয়ারিতে দেন আর অক্টোবরেই দেন, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। কারণ, বিএনপি জনগণের দল। জনগণ সুযোগ পেলেই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনে।’’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ হল চোরের দল। কম্বল চোর, ভোট চোর, টাকা চোর, ব্যাংক চোর। আওয়ামী লীগ যখনই দেশটাকে ধ্বংস করে দেয়, ঠিক তখনই বিএনপি এসে দেশ মেরামতের দায়িত্ব নেয়।’’
আব্দুস সালাম বলেন, ‘‘বিগত দিনে বিএনপির শত শত নেতাকর্মীকে গুম, খুন, জেল-জুলুম নির্যাতন করা হয়েছে। এরপরও আমরা প্রতিহিংসা দেখাতে চাই না। ৫ আগস্টের পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে তা করা হয় নাই।’’
তিনি বলেন, ‘‘আমরা ১৭ বছর অনেক অত্যাচার, অনেক নিপীড়ন সহ্য করেছি। এখনও যদি আওয়ামী লীগের হয়ে দালালি করতে চান, তাহলে রিজাইন দিয়ে চলে যান। বিগত দিনে অনেক ছাত্র বিএনপি করে বলে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই। চাকরি পায় নাই। এরপরও কিন্তু আমরা ৫ তারিখের পরে ধৈর্য্য ধরে আছি। ধৈর্য্যের কিন্তু সীমা আছে। ধৈর্য্যের পরীক্ষা নিয়েন না। কাজেই যেটা ন্যায়, ন্যায়ের পথে থাকবেন। অন্যায়ভাবে কিছু করতে যাবেন না।’’
তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইমাদ সাব্বিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর প্রমুখ।
সারাবাংলা/এজেড/আরএস