নিহত সবুজ হাসানের পরিবারের পাশে তারেক রহমান
স্পেশাল করেসপডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২২:২২
৪ জানুয়ারি ২০২৫ ২২:২২
সবুজ হাসানের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম
ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে নিহত শেরপুর জেলার শ্রীবরদী থানার খরিয়া কাজীর চর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে নিহত সবুজ হাসানের পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে নিহত সবুজ হাসানের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ময়নাতদন্ত ছাড়াই সবুজের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা বর্ননা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সবুজ হাসানের বাবা মো. আজাহার আলী ও মা সাজেদা খাতুন।
সারাবাংলা/এজেড/এইচআই