Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান লুৎফে সিদ্দিকীর

স্পেশাল করেসপডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ২৩:৫৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১১:০৪

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে ব্যাপক সংস্কারকাজ শুরু করেছে। যাতে করে এসব ব‍্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে পারেন।

শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশে তিন দিনের সফরে থাকা প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ও ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া।

বৈঠকে বাংলাদেশে ম্যাক্রো ইকোনমিক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে। বিনিময় হার, রিজার্ভ, রফতানি, পোর্ট হ্যান্ডলিং রেটসহ বিভিন্ন বিষয় আলোচনায় ওঠে আসে। বিনিয়োগকারীদের আরও ইতিবাচক অভিজ্ঞতা দেওয়ার জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন লুৎফে সিদ্দিকী।

এ সময় তিনি শ্রম সংস্কার, গার্মেন্টস সেক্টর, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য ক্ষেত্র তৈরি করতে আগ্রহী। আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে আগ্রহী। আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে, আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আপনারা স্বশরীরে পরিদর্শন করুন। পরিদর্শনের অভিজ্ঞতা বাকিদের জানান। আপনার অভিজ্ঞতা ভালো হলে সেটি বিশ্বের কাছে তুলে ধরে আমাদেরকে সহায়তা করুন।’

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, যুক্তরাজ্যের সংসদ সদস্য রুপা হকসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এইচআই

ব্রিটিশ ব্যবসায়ী লুৎফে সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর