Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫ ১০:৫৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৩:৪৫

স্বজনদের হারানোর আর্তনাদ শেষ হচ্ছে না গাজাবাসীর

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) ভোরের দিকে গাজার আল-গোউলা নামে একটি পরিবারের বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও মরদেহ আছে কিনা তা জানার জন্য আশপাশের প্রতিবেশিরা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে নিহত শিশুদের মরদেহ।

এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

হামলা সম্পর্কে আল-গোউলা পরিবারের প্রতিবেশি আহমেদ মুসা বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সবকিছুই কেঁপে উঠেছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল।’

এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে ৫ নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে।

এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় গাজা উপত্যকায় মোট ১৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪৫ হাজার ৭১৫ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

বিজ্ঞাপন

জাতিসংঘের হিসেবে গাজায় এই পর্যন্ত প্রায় ১৭ হাজার শিশু প্রাণ হারিয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল গাঁজা নিহত হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর