Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮% শিশুর কাঁধে ভারী বোঝা: বিবিএস

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১১:০১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৪:২৭

শ্রমজীবী শিশু। ছবি: এএফপি

ঢাকা: দেশের শ্রমজীবী শিশুর প্রায় ১৮ দশমিক ৮ শতাংশ ভারী বোঝা বহন করার মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শ্রমজীবী শিশুদের একটি অংশ (২০ দশমিক ২ শতাংশ) আগুন, গরম যন্ত্রপাতি বা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম সংশ্লিষ্ট মেশিনারিজের সংস্পর্শে আসে। বেশ কিছু সংখ্যক শিশু ধুলো, বালি, ধোঁয়া বা উগ্র গন্ধযুক্ত ধোঁয়ার পরিবেশ কাজ করে, যা শ্বাস-প্রশ্বাস এবং দৃষ্টিশক্তিকে বাধাগ্রস্ত করতে পারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেক্টর ভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত শিশুশ্রম জরিপে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাাইজেশনের (আইএলও) যৌথ সহায়তায় এ জরিপটি পরিচালনা করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ শ্রমজীবী শিশু (৬৮ দশমিক ৩ শতাংশ) সাধারণত তাদের কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করে। শ্রমজীবী শিশুর ক্ষুদ্র অংশ বা ৯ দশমিক ২ শতাংশ তাদের কাজের সঙ্গে সম্পর্কিত ভুলের জন্য শাস্তিমূলক ব্যবস্থার সম্মূখীন হয়েছে। গুরুতর অসুস্থতা, আঘাত, গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার ক্ষেত্রে অধিকাংশ শিশু ৬০ দশমিক ৭ শতাংশ কর্মস্থল ত্যাগ করার ছুটি পায় এবং তাদের চাকরি ছেড়ে দেওয়ারও স্বাধীনতা রয়েছে। এরপরও দেখা যায় যে, ৩৮ দশমিক ২ শতাংশ শিশু এখনও এই বিশেষ অধিকার থেকে বঞ্চিত হয়।

প্রতিবেদন প্রসঙ্গে বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, শ্রমজীবী শিশুদের আর্থ-সামাজিক বৈশিষ্ট্য, কাজের সময়, উপার্জন, কাজের পরিবেশ, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা ইত্যাদি বিষয় উঠে এসেছে এই জরিপে। সেইসঙ্গে সেক্টর ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত তথ্য এই জরিপে উঠে এসেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিবিএস’র কঠোর পরিশ্রম তখনই সফল হবে, যখন প্রতিবেদনটি আমাদের নীতিনির্ধারণী ও গবেষণা কাজের জন্য উপাত্ত সরবরাহে সহায়ক হবে।

সারাবাংলা/জেজে/ইআ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো শ্রমজীবী শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর