১৮% শিশুর কাঁধে ভারী বোঝা: বিবিএস
৫ জানুয়ারি ২০২৫ ১১:০১ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৪:২৭
ঢাকা: দেশের শ্রমজীবী শিশুর প্রায় ১৮ দশমিক ৮ শতাংশ ভারী বোঝা বহন করার মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। শ্রমজীবী শিশুদের একটি অংশ (২০ দশমিক ২ শতাংশ) আগুন, গরম যন্ত্রপাতি বা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম সংশ্লিষ্ট মেশিনারিজের সংস্পর্শে আসে। বেশ কিছু সংখ্যক শিশু ধুলো, বালি, ধোঁয়া বা উগ্র গন্ধযুক্ত ধোঁয়ার পরিবেশ কাজ করে, যা শ্বাস-প্রশ্বাস এবং দৃষ্টিশক্তিকে বাধাগ্রস্ত করতে পারে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেক্টর ভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত শিশুশ্রম জরিপে এসব তথ্য উঠে এসেছে।
ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাাইজেশনের (আইএলও) যৌথ সহায়তায় এ জরিপটি পরিচালনা করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ শ্রমজীবী শিশু (৬৮ দশমিক ৩ শতাংশ) সাধারণত তাদের কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করে। শ্রমজীবী শিশুর ক্ষুদ্র অংশ বা ৯ দশমিক ২ শতাংশ তাদের কাজের সঙ্গে সম্পর্কিত ভুলের জন্য শাস্তিমূলক ব্যবস্থার সম্মূখীন হয়েছে। গুরুতর অসুস্থতা, আঘাত, গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার ক্ষেত্রে অধিকাংশ শিশু ৬০ দশমিক ৭ শতাংশ কর্মস্থল ত্যাগ করার ছুটি পায় এবং তাদের চাকরি ছেড়ে দেওয়ারও স্বাধীনতা রয়েছে। এরপরও দেখা যায় যে, ৩৮ দশমিক ২ শতাংশ শিশু এখনও এই বিশেষ অধিকার থেকে বঞ্চিত হয়।
প্রতিবেদন প্রসঙ্গে বিবিএস’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, শ্রমজীবী শিশুদের আর্থ-সামাজিক বৈশিষ্ট্য, কাজের সময়, উপার্জন, কাজের পরিবেশ, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা ইত্যাদি বিষয় উঠে এসেছে এই জরিপে। সেইসঙ্গে সেক্টর ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি সংক্রান্ত তথ্য এই জরিপে উঠে এসেছে।
তিনি বলেন, বিবিএস’র কঠোর পরিশ্রম তখনই সফল হবে, যখন প্রতিবেদনটি আমাদের নীতিনির্ধারণী ও গবেষণা কাজের জন্য উপাত্ত সরবরাহে সহায়ক হবে।
সারাবাংলা/জেজে/ইআ