Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজি-বাসের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪১

ঘন কুয়াশার কারণে এ দুঘর্টনা ঘটেছে।

যশোর: মৃত আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বাস ও সিএনজির সংঘর্ষে হারুন (৫০) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন।

রোববার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সার গোডাউনের সামনে সিএনজি ও বাসের সংঘর্ষে এ মৃত্যু হয়। আহত আটজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামের আহাদ আলী বিশ্বাসের ছেলে হারুন। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

আহতরা হলেন- সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের সরইডাঙ্গা গ্রামের ফারুক হোসেন, ফারুক রহমান, লিটন, রজিনা, নাসিমা, আবু বক্কর, বাচ্চু ও শামীম।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তিরা সকালে সদর উপজেলার হালসা গ্রামের এক মৃত আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সকালে ঘন কুয়াশার কারণে রোডে কিছু দেখতে পারেনি। ফলে যশোর-মাগুরা মহাসড়কের সার গোডাউনের সামনে সিএনজি ও বাসের সংঘর্ষে এ মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘন কুয়াশার কারণে এ দুঘর্টনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই আত্মীয় স্বজন।

সারাবাংলা/ইআ

যশোর সিএনজি-বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর