Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে মানববন্ধন। ছবি: সারাবাংলা।

কিশোরগঞ্জ: জেলার করিমগঞ্জের জয়কা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে নানশ্রী ফিসারী রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, রকি ভূঁইয়া, জয়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রবিউল আওয়াল রবি, প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন, শ্রমিক দলের সভাপতি মাহফুজুর রহমান ফকির, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান, শ্রমিক দলের সভাপতি সুমন মিয়া, করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেসবাহ উদ্দিন সুমন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী জানায়, বিএনপি নেতাকর্মীসহ সাধারণ বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আওয়ামী লীগের দোসর চক্র আসামি তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে বিভিন্নভাবে হয়রানি ও মোটা অংকের টাকা দাবি করছে। এসব বিষয়ের সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

সারবাংলা/এসআর

করিমগঞ্জ কিশোরগঞ্জ বিএনপি মানববন্ধন মিথ্যা মামলা হয়রানি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর