Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসি’র গাড়িচালক আবেদ আলী পরিবারের সন্দেহজনক লেনদেন ৪১ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৬:১০ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

পিএসসি’র গাড়িচালক সৈয়দ আবেদ আলী – (ফাইল ছবি)

ঢাকা : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী এবং তার পরিবারের সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আবেদ আলীসহ তার পরিবারের সন্দেহজনক লেনদেনের পরিমাণ ৪১ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে আবেদ আলীর ১২টি ব্যাংক একাউন্টে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে এ লেনদেনের বিষয়টি ধরা পড়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার ( ৫ জানুয়ারি) দুদক সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রোববার (৫ জানুয়ারি) মামলাটি দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/জিএস/আরএস

দুদক পিএসসি’র গাড়িচালক সৈয়দ আবেদ আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর