Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরখাস্ত চায় ছাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৬:৫০

কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বনিকের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন। ছবি: সারাবাংলা।

কিশোরগঞ্জ: দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বনিকের স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (৫ ‍জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।মানবন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, লুৎফুর রহমান, শিক্ষার্থী ফইজুন নাহার ও ডালিয়া।

এ সময় বক্তারা বলেন, সাময়িক অব্যাহতিপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্ত্রণালয়কে ম্যানেজ করে বিদ্যালয়ে ফেরার চেষ্টা করছেন। তাকে পুনর্বহাল করা হলে আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শ্লোগান দেয় ‘বিপদ স্যারের ঘটলে আগমন, স্কুলে হবে বিস্ফোরণ’ ‘দুর্নীতিবাজের ঠিকানা-শিক্ষাঙ্গনে হবেনা।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বিপদ ভঞ্জণ বনিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদে দায়িত্বে থাকার সময় পেশাগত অসদাচরণ, অর্থ আত্মসাত, দুর্নীতি ও প্রতিষ্ঠান পরিপন্থী কাজ করেন। সুনির্দিষ্ট অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। শিক্ষকরাও  রেজুলেশন করে অনাস্থা দেন। বর্তমানে একটি মহল তাকে পুনর্বহালের চেষ্টার খবরে ফুঁসে উঠে শিক্ষক ও শিক্ষার্থীরা।

সারবাংলা/এসআর

কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকের বরখাস্ত চায় ছাত্রীরা মানববন্ধন

বিজ্ঞাপন

রিয়াদে কপ-১৬ সম্মেলনে প্রিয়শপ
৭ জানুয়ারি ২০২৫ ১২:০১

আরো

সম্পর্কিত খবর