Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে ভয় পাচ্ছে ইউনাইটেড!

স্পোর্টস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৫

ইউনাইটেডের বাজে ফর্ম যেন কাটছেই না

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তাদের। একের পর এক ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গেছে রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড। হাই ভোল্টেজ ম্যাচের আগে ইউনাইটেড কোচ আমোরিম বলছেন, বাজে ফর্মে থাকা ইউনাইটেডের ফুটবলাররা মাঠে নামতেই ভয় পাচ্ছেন!

শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে হেরেছে আমোরিমের দল। এই তিন ম্যাচে তারা একটিও গোল করতে পারেনি। ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম স্থানে আছে ইউনাইটেড। আমোরিম নিজেই স্বীকার করে নিয়েছেন, এই মৌসুম শেষে তাদের উপরে নেমে আসতে পারে অবনমনের খড়গও!

বিজ্ঞাপন

উড়তে থাকা লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আমোরিম বলছেন, দলের ফুটবলাররা মাঠে নামতেই অস্বস্তি বোধ করছেন, ‘ফুটবলারদের মাঝে অনেক সংশয় কাজ করছে। অনেক সময় মাঠে নামতেই তারা ভয় পাচ্ছেন। আমাদের এটার সাথে মানিয়ে নিতে হবে। দলের সিনিয়র ও অধিনায়ককে এগিয়ে আসতে হবে। আমি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। দলের পারফরম্যান্সের উন্নতি করার দায়িত্বটাও আমার কাঁধেই।’

টেন হাগের আকস্মিক বিদায়ের পর দলের দায়িত্ব নিয়ে ভালোই পারফর্ম করছিলেন আমোরিম। তবে সাম্প্রতিক সময়ে ইউনাইটেড ফিরে গেছে সেই আগের বিধ্বস্ত রূপে। আমোরিম বলছেন, কোচের দায়িত্ব নিয়ে বেশ চাপেই আছেন তিনি, ‘আমার চেহারা দেখেই বুঝতে পারবে সবাই। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে। অবশ্যই অনেক চাপে আছি। ভালো না খেললে আমাদের জন্য ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায়। আমি শুধু অনুশীলনের সময়ই ফুটবলারদের সাহায্য করতে পারি। আমার পরিবারও আছে। সবকিছু মিলিয়ে ব্যাপারটা আমার জন্যও কঠিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন আমোরিম লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর