Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা এস এ খালেক আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ২০:৪৩

এস এ খালেক মারা গেছেন।

ঢাকা: সাবেক সংসদ সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এস এ খালেক মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

এস এ খালেক দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। বুধবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে ভেন্টিলেটর দেওয়া হয়। রোববার দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এর ঘণ্টা দেড়েক পর বিকেল সাড়ে ৩ টায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এবং দুপুর ২ টা মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে এস এ খালেকের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

এস এ খালেক আমৃত্যু বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য। তিনি অবিভক্ত ঢাকার ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে ১৮ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা-১৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ৭ মে ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ৩ মার্চ ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনয়নে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি বিএনপিতে ফিরে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ভোটে অংশ নিয়ে পরাজিত হন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমপি

এস এ খালেক বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর