Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরের সড়কে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৫ ১৯:১৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৫ ১৯:২৯

প্রতীকী ছবি।

নাটোর: নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী রুবেল (২৮) ও নাদিম মাহমুদ (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন শামসুদ্দিন (৪২) নামে আরও একজন আরোহী।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে সিংড়া-নাটোর মহাসড়কে নিংঙ্গুইন ও হাইটেক পার্কের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খেয়ালী মধ্যপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও নাদিম মাহমুদ একই গ্রামের মঞ্জুর আলমের ছেলে। আহত শামসুদ্দিন ওই এলাকার সাবের প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বগুড়ার দিক থেকে মোটরসাইকেলে ৩ আরোহী নাটোরে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত যানবাহন চাপায় দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর অরোহী শামসুদ্দিনকে সিংড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কীভাবে কোন যানবাহনের চাপায় দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক যানবাহনকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

নাটোর প্রাণ গেল মোটরসাইলে আরোহীর সিংড়ায় সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর