Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫ ০৮:৩২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১১:১০

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত। ছবি: সংগৃহীত

ভারতীয় কোস্ট গার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের তিন ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) এরডিটিভির প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে। গুজরাটের পোরবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সশস্ত্র বাহিনী পরিচালিত হেলিকপ্টারটি খোলা মাঠে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত মহড়ার সময় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকাপ্টার ধ্রুভ পোরবন্দরে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

সামুদ্রিক আইন প্রয়োগ এবং অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনা করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের আঞ্চলিক জলসীমায় নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে সংস্থাটি। তবে বিধ্বস্তে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

চার মাস আগে গত সেপ্টেম্বরে গুজরাটের পোরবন্দরের কাছে একটি এএলএইচ এমকে-২ হেলিকপ্টার আরব সাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় উড়োজাহাজের তিন ক্রু সদস্য নিখোঁজ হন। উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় দুই ক্রু সদস্যের মৃতদেহ উদ্ধার করা হলেও মিশনের পাইলট ইন কমান্ড রাকেশ কুমার রানা নিখোঁজ ছিলেন।

পরে এক মাসের দীর্ঘ অনুসন্ধান শেষে গত অক্টোবরে দেশটির উপকূলরক্ষী বাহিনী গুজরাট উপকূল থেকে পাইলট রাকেশের মরদেহ উদ্ধার করে।

সারাবাংলা/এইচআই

ভারত সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত