Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫

ইউক্রেন নতুন হামলা চালিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ছবি: সংগৃহীত

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন নতুন হামলা চালিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এই অঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র লড়াই চলছিল।

রোববার (৫ জানুয়ারি) মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় আক্রমণকারী দলগুলোর বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম চলছে।

ইউক্রেনের সেনাপ্রধান জানিয়েছেন, কুরস্কে রাশিয়ার সেনাকে কার্যত চারদিক থেকে ঘিরে ফেলেছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার তরফে অবশ্য এই ধরনের কোনো লড়াইয়ের কথা বলা হয়নি। রাশিয়ার গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, ইউক্রেন ড্রোন আক্রমণ চালিয়েছে এবং রাশিয়া প্রতিআক্রমণ চালিয়েছে।

গত অগাস্টে কুরস্কে শেষ এই ধরনের অভিযান চালিয়েছিল ইউক্রেন। নতুন বছরের গোড়ায় দ্বিতীয় অভিযান চালানো হলো। তবে এখনো পর্যন্ত কোনোপক্ষই হতাহতের কোনো খবর দেয়নি।

এদিকে রোববার ডোনাল্ড ট্রাম্পকে নিযে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। তার আগে জেলেনস্কি বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জো বাইডেন সরকারের সাহায্য পেয়েছেন তার সেনা। সে কারণেই এতদিন ধরে এই লড়াই জারি রাখা সম্ভব হয়েছে। ট্রাম্পের আমলেও এইভাবেই সাহায্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের আমলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মনে করছেন জেলেনস্কি।

জেলেনস্কির আরও বলেছেন, ট্রাম্প ক্ষমতায় এলে আরও শক্ত এবং নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তুলতে হবে ইউরোপজুড়ে। ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ন্যাটোর সঙ্গে যুক্ররাষ্ট্রের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছিল। এবার এসে আবার তা হলে পরিস্থিতি আরও কঠিন হবে বলে মনে করেন জেলেনস্কি। এর আগে ট্রাম্প ন্যাটো ছেড়ে বেরিয়ে আসার কথা বলেছিলেন। সে কারণেই ট্রাম্প ক্ষমতা নিলেই তার সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সারাবাংলা/এইচআই

কুরস্ক অঞ্চল রাশিয়া-ইউক্রেইন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর