অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক
৬ জানুয়ারি ২০২৫ ১২:৫৪
বিপিএলের ড্রাফটে তার দল না পাওয়া নিয়ে ছিল নানা আলোচনা। মোসাদ্দেক হোসেন অবশেষে দল পেলেন বিপিএল শুরুর সপ্তাহখানেক পরে। সিলেট পর্ব শুরু হওয়ার আগেই শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে মোসাদ্দেককে।
দেশে ও দেশের বাইরে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেও জাতীয় দলে ব্রাত্য ছিলেন তিনি। ডিপিএলে দলকে চ্যাম্পিয়নস করেছেন, এনসিএলে দলকে নিয়ে গেছেন ফাইনালে। লংকান টি-২০তেও তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়ন। এত সাফল্যের পরেও বিপিএলের ড্রাফটে তার দল না পাওয়া সবাইকে বেশ অবাক করেছিল।
শেষ পর্যন্ত বিপিএলের সিলেট পর্ব শুরুর আগেই দল পেলেন মোসাদ্দেক। ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, টুর্নামেন্টের মাঝপথে মোসাদ্দেককে দলে ভেড়াচ্ছেন তারা। আসিফ হাসানের পরিবর্তে দলে সুযোগ পেলেন তিনি।
আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। এই পর্ব দিয়েই ঢাকার হয়ে মাঠে নামার কথা মোসাদ্দেকের।
সারাবাংলা/এফএম