বিসিএসে আবেদনে বয়সসীমা ৩৪ চান মেডিকেল শিক্ষার্থীরা
৬ জানুয়ারি ২০২৫ ১৪:০৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৮
ঢাকা: পূর্বে সবার ক্ষেত্রে বিসিএসে আবেদনের বয়সসীমা ৩০ থাকলেও চিকিৎসদের জন্যে ৩২ বছর ছিল। নতুন প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে ৩২ বছর করা হলেও নতুন করে চিকিৎসদের জন্যে বয়সসীমা বাড়ানো হয়নি। এতে মেডিকেল শিক্ষার্থীরা দুই বছর বাড়ানোর দাবি জানিয়ে বলেন, তারা বৈষম্যের শিকার হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ৩৪ বছর করা এবং অনতিবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপনের দাবিতে এক সংবাদ সম্মেলনে করেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অফ বাংলাদেশ নামের একটি সংগঠন।
চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ গঠিত এই সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, গত ২৮ নভেম্বর ৪৭ তম বিসিএস পরীক্ষায় আবেদনের প্রজ্ঞাপনে সকল আবেদনকারীর ক্ষেত্রেই বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়। অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম ৪ বছর প্রয়োজন হয়, সেখানে চিকিৎসকদের এমবিবিএস বা বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে নূন্যতম ৭-৮ বছর লাগে। তাই পূর্ববর্তী সকল সাধারণ বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বৃদ্ধি করে ৩২ করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে বয়স বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসক মহলের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনও বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। ইদোমধ্যে ৪৭ তম বিসিএস পরীক্ষার আবেদেন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ের সকল ব্যক্তিরা চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়া স্বত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করা হচ্ছে। সরকারের নিকট আবেদন থাকবে, বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধি পূর্বক ৩৪ বছর করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে।
সারাবাংলা/ইএইচটি/ এইচআই
ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অফ বাংলাদেশ বিসিএস মেডিকেল শিক্ষার্থীরা