ভারতে এইচএমপিভিতে আক্রান্ত ২ শিশু শনাক্ত
৬ জানুয়ারি ২০২৫ ১৪:২৫ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৬
ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে একই দিনে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি থাকা দুই শিশুর শরীরে পাওয়া গেল করোনার মতোই নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ। একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করতে গিয়েই এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে প্রথমে আট মাসের এক শিশুর শরীরে ভাইরাসের সন্ধান মেলে। পরে তিন মাসের এক শিশুর শরীরেও ভাইরাসটির সন্ধান পাওয়া যায়।
তিন মাস বয়সী শিশুটিকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আট মাসের শিশুটি এখনো হাসপাতালে ভর্তি রয়েছে।
সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যা ভারতসহ বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি করেছে।
পর পর দু’টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। এদিকে, রাজ্যের জনসাধারণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।
স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই দুই শিশুর কেউই সম্প্রতি কোথাও ভ্রমণ করেনি। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।
স্বাস্থ্যসচিব গুপ্তা জানান, এই ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ফলে এ ভাইরাস চীনের ভ্যারিয়েন্ট নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাস, তা এখনো বলা যাচ্ছে না। সাধারণ এইচএমপি ভাইরাসের সংক্রমণ ভারতে আগেও দেখা গিয়েছে বলে জানান তিনি।
তবে স্বাস্থ্য দফতর এই সংক্রমণের ঘটনা খতিয়ে দেখছে বলে জানান স্বাস্থ্যসচিব।
সারাবাংলা/এসডব্লিউ