Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে সব খাতেই বেড়েছে মজুরি হার: বিবিএস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

ঢাকা: সদ্য সমাপ্ত পঞ্জিকা বছরের ডিসেম্বরে মজুরি হার বেড়েছে। এ মাসে সার্বিক মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৪ শতাংশে, যা গত নভেম্বরে ছিল ১ দশমিক ১০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর সিপিআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (৬ জানুয়ারি) এটি প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, সব খাতেই বেড়েছে মজুরি হার। কৃষি খাতে মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। ডিসেম্বরে শিল্প খাতে মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭৭ শতাংশ, যা নভেম্বরে ছিল ৭ দশমিক ৭৩ শতাংশ। সেবা খাতেও মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৩ শতাংশ, যা গত নভেম্বরে ছিল ৮ দশমিক ৪০ শতাংশ।

সারাবাংলা/জেজে/আরএস

বিবিএস মজুরি হার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর