Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়েকে হারিয়ে আফগানদের ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

সিরিজ জিতল আফগানরা

প্রথম টেস্ট হয়েছিল ম্যাড়ম্যাড়ে ড্র। বুলাওয়োতে সিরিজের দ্বিতীয় টেস্টে অবশ্য জমজমাট লড়াই হয়েছে জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাচ গড়িয়েছিল ৫ম দিনে। শেষ দিনে গিয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে রশিদ খানের দল।

ম্যাচের শেষ দিনে জয়ের জন্য আমত্র ২ উইকেট দরকার ছিল আফগানদের। জিম্বাবুয়ের শেষ দুই উইকেট তারা তুলে নিয়েছেন মাত্র ১৫ বলের মাঝেই। আরভিনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন রশিদ খান। ২০৫ রানে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেলে আফগানরা ম্যাচ জেতে ৭২ রানে। এই ইনিংসে রশিদ নিয়েছেন ৭ উইকেট। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে আফগানদের জয়ের নায়ক তিনিই।

বিজ্ঞাপন

প্রথম ইনিংসে মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে করে ২৪৩ রান, লিড নেয় ৮৬ রানের। দ্বিতীয় ইনিংসে রহমত শাহ ও ইসমৎ আলমের দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে  ৩৬৩ রান তোলে আফগানরা। রান তাড়া করতে নেমে রশিদ খানের ঘূর্ণিজাদুতে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ।

এই জয়ে নিজেদের টেস্ট ইতিহাসের চতুর্থ জয় পেল আফগানরা। সাদা পোশাকে সবশেষ তাদের জয় এসেছিল ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই। এই সিরিজ জয়ে ৫ বছর পর টেস্ট সিরিজ জিতল আফগানরা। ২০১৯ সালে সবশেষ বাংলাদেশের বিপক্ষে ১-০ তে টেস্ট সিরিজ জিতেছিল আফগানরা।

সারাবাংলা/এফএম

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ রশিদ খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর