যুদ্ধবিরতি চুক্তির শর্তে ৩৪ বন্দি মুক্তিতে রাজি হামাস
৬ জানুয়ারি ২০২৫ ১৬:০৬ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৬
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৪ জন বন্দি মুক্তি দিতে প্রস্তুত হামাস। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা গেছে।
গাজা নিয়ন্ত্রণকারী এই ফিলিস্তিনি সংগঠন জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বন্দিদের মুক্তি দেওয়া হবে। এএফপি একটি অজ্ঞাত হামাস কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘হামাস বন্দিদের মুক্তি দিতে রাজি, তবে তাদের অবস্থা নির্ধারণের জন্য সময় প্রয়োজন।’
কর্মকর্তাটি আরও বলেন, ‘৩৪ বন্দিদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় মুক্তি দেওয়া হবে। তবে বন্দিদের অবস্থা নিশ্চিত করতে হামাসের এক সপ্তাহ সময় প্রয়োজন।’
হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাস ৩৪ বন্দির বিস্তারিত তথ্য এখনও জানায়নি।
যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করতে কাতারে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মধ্যস্থতা করছে। বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তিটি সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দক্ষিণ কোরিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে চুক্তিটি সম্পন্ন হবে। তবে সময় বেশি লাগলেও এটি বাস্তবায়িত হবে।’
গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে ইসরায়েলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত গাজায় ৪৫ হাজার ৮০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সারাবাংলা/এনজে