নওগাঁর পিপি রফিকুলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
৬ জানুয়ারি ২০২৫ ১৭:২৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৩
ঢাকা: বিচার বিভাগ নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ার ঘটনায় নওগাঁর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু জাইদ মো. রফিকুল হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এর আগে, আদালত ঘেরাওয়ের হুমকি এবং নওগাঁর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলামকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে নওগাঁর পিপি আবু জাইদ মো. রফিকুল ইসলামকে গত ১৮ ডিসেম্বর তলব করেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ এ আদেশ দেন।
এর আগে নওগাঁ পিপি রফিকুল প্রকাশ্যে বিচারক ও বিচার বিভাগ নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য দেন। এরপর এ ঘটনায় গত ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর পিপিরং বক্তব্য যুক্ত করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম আবেদন করেন। এতে প্রতিস্বাক্ষর করেন নওগাঁয় দায়িত্বরত সাত জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
পরে আবেদনটি প্রধান বিচারপতির নজরে আনা হয়। এরপর আদালত অবমাননা সংক্রান্ত আবেদনটি সংশ্লিষ্ট বেঞ্চে পাঠিয়ে দেন প্রধান বিচারপতি। সে অনুসারে আবেদনটি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত স্বপ্রণোদিত হয়ে নওগাঁর পিপি রফিকুলকে তলব করেন।
সারাবাংলা/কেআইএফ/ইআ