Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

’বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অধিদফতরে রূপান্তরিত হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৮:১৩ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ২১:১২

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বৃহৎ পরিসরে সঠিকভাবে কাজ করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদফতরে রূপান্তর করা হবে।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী উপপরিচালক সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিআরডিবির সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের গ্রামীণ-প্রান্তিক জনগোষ্ঠীসহ আপামর জনসাধারণের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকা অন্যতম। এক্ষেত্রে বিআরডিবিকে শক্তিশালী করতে অধিদফতর পরিণত করার যথাযথ দাফতরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা বলেন, বিআরডিবি’র দাফতরিক কার্যক্রমে অধিক গতিশীলতা আনতে হবে। শূন্য পদগুলো পূরণ এবং পদোন্নতিযোগ্য পদগুলোতে দ্রুত পদোন্নতি প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন তিনি। চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং প্রস্তাবিত ৪ টি প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপদেষ্টা।

গ্রামীণ মানুষকে ঋণ সহায়তা প্রদান ও অধিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিআরডিবি’র সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মাননীয় প্রধান উপদেষ্টা’র ‘থ্রি-জিরো তত্ত্ব’ বাস্তবায়নে এবং গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সকল কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

‘বিআরডিবি’র অঙ্গীকার, উন্নত আত্ননির্ভরশীল পল্লী গড়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিআরডিবির মহাপরিচালক আ: গাফফার খানের সভাপতিত্বে বিআরডিবি’র পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বক্তৃতা দেন যুগ্ম পরিচালক ফারুক আহমেদ জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মোখলেছুর রহমান। সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এনজে

অধিদফতর উপদেষ্টা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর