Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের জমির বরাদ্দ বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৮:০২ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৮

ঢাকা: কক্সবাজার জেলার রামু উপজেলায় শহিদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের জন্য জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং মৌজার বিএস ১ নম্বর খতিয়ানের ১৪৯৪ নম্বর দাগে শহিদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজের জন্য বন্দোবস্তকৃত ১৫৫.৭০ একর জমি বাতিল করেছে ভূমি মন্ত্রণালয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত বছরের ২১ আগস্ট আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জমিটি সংরক্ষিত বনভুক্ত হওয়ায় এ বন্দোবস্ত বাতিল করা হয়েছে।

সারাবাংলা/জেআর/এসআর

জমির বরাদ্দ বাতিল রামু শহিদ এটিএম জাফর আলম ক্যাডেট কলেজে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর