Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে পরীক্ষা দিতে এসে ধরা নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

চবি করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৫

আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেন। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সাজ্জাদ হোসেন আটক হয়েছেন। কিছু শিক্ষার্থী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী তাকে আটক করে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ওই ছাত্রকে পুলিশের কাছে দেওয়া হয়।

আটক সাজ্জাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ছাত্রলীগ কর্মী সাজ্জাদের বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চবি’র শিক্ষার্থীদের হুমকিধমকি ও ভয়ভীতি দেখানো এবং ৩ আগস্ট নগরীর নিউমার্কেটে ছাত্র-জনতার সমাবেশে হামলার অভিযোগ আছে।

জানতে চাইলে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সারাবাংলাকে বলেন, ‘যে শিক্ষার্থীকে আটক করা করা হয়েছে, সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতনের অভিযোগ আছে। সে পরীক্ষা দিতে এসেছিল। তখন শিক্ষার্থীরা তাকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে হাটহাজারী থানায় আছে।’

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউসার আহমেদ বলেন, ‘আমাদের কাছে ছাত্রলীগের একজন কর্মীকে নিয়ে আসা হয়েছে। মামলার বিষয়টি খতিয়ে দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/জেআর/এসআর

চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী