Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথ অভিযানে শ্রমিক দল নেতাসহ গ্রেফতার ৪, অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২১:৩৫

যৌথ অভিযানে গ্রেফতার হওয়া চার জন। ছবি: সারাবাংলা।

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শ্রমিক দলের সভাপতিসহ গ্রেফতার ৪ করা হয়েছে। এ সময় উদ্ধার ও জব্দ করা হয়েছে রিভলবার, দেশীয় অস্ত্র ও নগদ সাড়ে ৭ লাখ টাকা।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি আবুল কালাম (৪৮), তার বড় ভাই বাবলু প্রামাণিক বাবু, জমির উদ্দীন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম (৪১) ও আটুইল গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে ইয়াসিন মন্ডল (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, তালুচ পশ্চিম পাড়ার মৃত কফিল উদ্দীন ওরফে বগার ছেলে আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। এ সময় একটি রিভলবার এবং সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পৃথক অভিযানে অন্য আসামিদের বাড়ি থেকে ১১টি চাকু, ২টি ফলা ও ৩টি হাসুয়াসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অর্থের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসআর

অস্ত্র উদ্ধার বগুড়া যৌথ অভিযান শ্রমিক দল নেতাসহ গ্রেফতার ৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর