Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের নামে হত্যাচেষ্টা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২১:৩৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১২:৩৩

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ: সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় লতিফ বিশ্বাসসহ ৫৬ জনকে আসামি করে বেলকুচি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় এরই মধ্যে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারেক। এর আগে গতকাল রোববার (৫ জানুয়ারি) রাতে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস, বেলকুচি পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মির্জা সোলায়মান, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাহার সিদ্দিকীসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০-২০০ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বরের দুপুরের দিকে পৌর শহরের মুকুন্দগাঁতী এলাকা হতে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোহাগপুর বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে পৌঁছালে হঠাৎ আসামিরা সেই মিছিলে হামলা চালায় ও সেইসঙ্গে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে জোটের তিন নেতাকর্মী আহত হন। সে সময় মামলার পরিবেশ না থাকায় এ বিষয়ে দীর্ঘদিন পর এই মামলাটি দায়ের করা হলো।

বিজ্ঞাপন

বেলকুচি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারেক বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আব্দুল লতিফ বিশ্বাসসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়েছে। মামলাটি হওয়ার পর আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি তদন্তর পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এর আগে একইদিন দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। এর পর সন্ধ্যায় এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সারাবাংলা/পিটিএম

লতিফ বিশ্বাস সাবেক মন্ত্রী হত্যাচেষ্টা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর