মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কায় আবুল বাশার মোল্লা (৮৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ভট্টাচার্য পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার মোল্লা (৮৮) মুন্সীগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়নের ভট্টাচার্য পাড়া এলাকার মৃত জলিল মোল্লার ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধ ছাড়াও মোটরসাইকেল আরোহী আহত হয়েছে বলে জেনেছি। নিহতের ঘটনায় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।