Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সুপার কাপ জিতল এসি মিলান

স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ০৯:০৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৫ ১১:৫০

ইন্টারলে হারিয়ে সুপার কাপ জিতল এসি মিলান

ম্যাচের ৪৮ মিনিটে দুই গোলের লিড নিয়ে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ইন্টার মিলান। তবে ইতালিয়ান সুপার কাপে মিলান ডার্বিতে এত সহজে হার মানতে রাজি ছিল না এসি মিলান। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয়েই শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। ২০১৬ সালের পর আবারও সুপার কাপ জয়ের স্বাদ পেল এসি মিলান।

সৌদি আরবের রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিলান। ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার। বেশ কয়েকটি সুযোগ পেলেও সেটা গোলে পরিণত করতে পারেননি তারা।

বিজ্ঞাপন

অবশেষে হাফ টাইমের ঠিক আগে ডেডলক ভাঙে ইন্টার। হাফ টাইমের যোগ করা সময়ে তারেমির বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করে ইন্টার। ৪৭ মিনিটের মাথায় এবার গোল করেছেন প্রথম গোলের অ্যাসিস্ট করা তারেমি। দুই গোলে এগিয়ে গিয়ে সহজ জয়ের স্বপ্নই দেখছিল ইন্টার। তবে সেটা হতে দেয়নি এসি মিলান।

৫২ মিনিটে এক গোল শোধ করে মিলান। থিও হার্নান্দেজের গোলে স্কোরলাইন হয় ২-১। ৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মিলান। হার্নান্দেজের অ্যাসিস্টে গোল করে মিলানকে স্বস্তি এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। ম্যাচের ৯৪ মিনিটে ইন্টারকে স্তব্ধ করে জয়সূচক গোল করে মিলান।

রাফায়েল লেয়াওয়ের দারুণ এক পাসে বল পান ট্যামি আব্রাহাম। বক্সের ভেতর বল পেয়ে গোল করতে ভুল করেননি এই ইংলিশ স্ট্রাইকার। তার গোলেই ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য এক জয় পায় এসি মিলান।

বিজ্ঞাপন

এই জয়ে ৯ বছর পর সুপার কাপের শিরোপা উঁচিয়ে ধরল এসি মিলান। ৮ম বারের মতো এই শিরোপা জিতে ইন্টারের পাশে বসলেন তারা। ৯বার সুপার কাপ জিতে সবার উপরে আছে জুভেন্টাস।

সারাবাংলা/এফএম

ইতালিয়ান সুপার কাপ ইন্টার মিলান এসি মিলান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর