Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানসিক অবসাদে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে জাহানারা

স্পোর্টস ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ১১:৩৪

ক্রিকেট থেকে বিরতি নিলেন জাহানারা

একটা সময় বাংলাদেশের নারী ক্রিকেট দলের অন্যতম ভরসার জায়গা ছিলেন তিনি। জাহানারা আলমের সেই সোনালি সময় অবশ্য হারিয়ে গেছে অনেক আগেই। এবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক অবসাদের কারণে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন জাহানারা।

মাঝে প্রায় এক বছরের জন্য দলের বাইরে ছিলেন জাহানারা। ২০২৪ সালের জুলাইয়ে দলে ফেরেন তিনি। টি-২০ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নেমেছেন তিনি। তবে ওয়ানডে সিরিজে দলে জায়গা হয়নি তার।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি জাহানারার। দল ঘোষণার পর বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার ক্রিকবাজকে জানিয়েছেন, ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন জাহানারা, ‘সে আমাদের একটি চিঠি পাঠিয়েছে এই ইস্যুতে। সে জানিয়েছে, মানসিকভাবে মাঠে নামার জন্য এখন সে প্রস্তুত নয়। কমপক্ষে দুই মাসের জন্য বিরতি নিতে চায় সে। সে এটাও বলেছে, দরকার হলে তাকে কেন্দ্রীয় চুক্তিতেও রাখার দরকার নেই। আমাদের এটাকে সম্মান জানতে হবে। কেউ যদি মানসিকভাবে তৈরি না থাকে তাহলে তার বিরতি দরকার। সে আসলে কতদিনের জন্য মাঠের বাইরে থাকবে সেটা সঠিকভাবে বলতে পারছি না। যখন সে ভালো অনুভব করবে, সে আমাদের জানাবে।’

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫২ ওয়ানডে ও ৮৩ টি-২০ খেলেছেন জাহানারা।

সারাবাংলা/এফএম

জাহানারা আলম নারী ক্রিকেট মানসিক অবসাদ